1 আর দক্ষিণ প্রদেশ-নিবাসী কেনান বংশীয় অরাদের বাদশাহ্ শুনতে পেলেন যে, ইসরাইল অথারীমের পথ দিয়ে আসছে; তখন তিনি ইসরাইলের সঙ্গে যুদ্ধ করে তাদের কতগুলো লোক ধরে বন্দী করলেন।
2 তাতে ইসরাইল মাবুদের উদ্দেশে মানত করে বললো, যদি তুমি এই লোকদেরকে আমার হাতে তুলে দাও, তবে আমি তাদের সমস্ত নগর নিঃশেষে বিনষ্ট করবো।
3 তখন মাবুদ ইসরাইলের ফরিয়াদ শুনে সেই কেনানীয়দেরকে তাদের হাতে তুলে দিলেন; তাতে ইসরাইল তাদের ও তাদের সমস্ত নগর নিঃশেষে বিনষ্ট করলো এবং সেই স্থানের নাম রাখল হর্মা (বিনষ্ট)।
4 পরে তারা হোর পর্বত থেকে প্রস্থান করে ইদোম দেশ প্রদক্ষিণের জন্য লোহিত সাগরের দিকে যাত্রা করলো; পথের মধ্যে লোকেরা আবার বিক্ষুব্ধ হয়ে উঠলো।
5 লোকেরা আল্লাহ্ ও মূসার বিরুদ্ধে বলতে লাগল, তোমরা কেন আমাদেরকে মিসর থেকে বের করে আনলে, আমরা যেন মরুভূমিতে মারা যাই এজন্য কি? রুটি নেই, পানিও নেই; আর এই খাদ্যে আমাদের অরুচি ধরে গেছে।
6 তখন মাবুদ লোকদের মধ্যে জ্বালাদায়ী সাপ পাঠিয়ে দিলেন; তারা লোকদেরকে কামড় দিলে ইসরাইলের অনেক লোক মারা পড়লো।
7 আর লোকেরা মূসার কাছে এসে বললো, মাবুদের ও তোমার বিরুদ্ধে কথা বলে আমরা গুনাহ্ করেছি; তুমি মাবুদের কাছে মুনাজাত কর, যেন তিনি আমাদের কাছ থেকে এসব সাপ দূর করেন। তাতে মূসা লোকদের জন্য মুনাজাত করলেন।
8 তখন মাবুদ মূসাকে বললেন, তুমি একটি জ্বালাদায়ী সাপের মূর্তি তৈরি করে নিশানের উপরে রাখ; সাপে কামড় দিয়েছে এমন যে কোন ব্যক্তি তার প্রতি দৃষ্টিপাত করলো সে বাঁচবে।
9 তখন মূসা ব্রোঞ্জের একটি সাপের মূর্তি তৈরি করে নিশানের উপরে রাখলেন; তাতে এরকম হল, সাপ কোন মানুষকে কামড় দিলে যখন সে ঐ ব্রোঞ্জের সাপের মূর্তির প্রতি দৃষ্টিপাত করতো তখন বাঁচতো।
10 পরে বনি-ইসরাইল যাত্রা করে ওবোতে শিবির স্থাপন করলো।
11 আর ওবোৎ থেকে যাত্রা করে সূর্যোদয়ের দিকে মোয়াবের সম্মুখস্থিত মরুভূমিতে ইয়ী-অবারীমে শিবির স্থাপন করলো।
12 সেখান থেকে যাত্রা করে সেরদ উপত্যকাতে শিবির স্থাপন করলো।
13 সেখান থেকে যাত্রা করে আমোরীয়দের দেশের সীমা থেকে বের হয়ে অর্ণোনের অন্য পারে মরুভূমিতে শিবির স্থাপন করলো; কেননা মোয়াবের ও আমোরীয়দের মধ্যবর্তী অর্ণোন মোয়াবের সীমা।
14 এজন্য মাবুদের যুদ্ধ-বিবরণী কিতাবে উক্ত আছে, শূফাতে বাহেব, আর অর্ণোনের সমস্ত উপত্যকা,
15 এবং উপত্যকাগুলোর পাশের ভূমি, যা আর্ নামক লোকালয়ের অভিমুখী এবং মোয়াবের সীমার পাশে অবস্থিত।
16 সেখান থেকে তারা বের (কূপ) নামক স্থানে আসলো। এটি সেই কূপ, যার বিষয়ে মাবুদ মূসাকে বললেন, তুমি লোকদেরকে একত্র কর, আমি তাদেরকে পানি দেব।
17 সেই সময় ইসরাইল এই গজল গাইল—হে কূপ, উচ্ছলিত হও;তোমরা এর উদ্দেশে গান কর;
18 এটি নেতৃবর্গের খনিত কূপ,রাজদণ্ড ও নিজেদের লাঠি দিয়েলোকদের রাজপুরুষেরা এটাখনন করেছেন।
19 পরে তারা মরুভূমি থেকে মত্তানায়,
20 মত্তানা থেকে নহলীয়েলে, নহলীয়েল থেকে বামোতে ও বামোৎ থেকে মোয়াবের উপত্যকা দিয়ে মরুভূমির অভিমুখ পিস্গা শৃঙ্গে গমন করলো।
21 আর ইসরাইল দূত পাঠিয়ে আমোরীয়দের বাদশাহ্ সীহোনকে বললো,
22 তোমার দেশের মধ্য দিয়ে আমাকে যেতে দাও; আমরা পথ ছেড়ে শস্য ক্ষেতে বা আঙ্গুর-ক্ষেতে প্রবেশ করবো না, কূপের পানিও পান করবো না; যতদিন তোমার সীমা পার না হই, ততদিন রাজপথ দিয়ে যাব।
23 তবুও সীহোন তার সীমার মধ্য দিয়ে ইসরাইলকে যেতে দিল না; উপরন্তু সীহোন তার সমস্ত লোককে একত্র করে ইসরাইলের বিরুদ্ধে মরুভূমিতে বের হল এবং যহসে উপস্থিত হয়ে ইসরাইলের সঙ্গে যুদ্ধ করলো।
24 তাতে ইসরাইল তলোয়ার দ্বারা তাকে আঘাত করে অর্ণোন থেকে যব্বোক পর্যন্ত অর্থাৎ অম্মোনীয়দের সীমানা পর্যন্ত তার দেশ অধিকার করলো; কারণ অম্মোনীয়দের সীমা দৃঢ় ছিল।
25 ইসরাইল ঐ সমস্ত নগর হস্তগত করলো এবং ইসরাইল আমোরীয়দের সমস্ত নগরে, হিষ্বোনে ও সেখানকার সমস্ত উপনগরে বাস করতে লাগল।
26 কেননা হিষ্বোন আমোরীয়দের বাদশাহ্ সীহোনের নগর ছিল; তিনি মোয়াবের পূর্ববর্তী বাদশাহ্র বিরুদ্ধে যুদ্ধ করে তার হাত থেকে অর্ণোন পর্যন্ত তার সমস্ত দেশ দখল করে নিয়েছিলেন।
27 এজন্য কবিরা বলেন,তোমরা হিষ্বোনে এসো,সীহোনের নগর নির্মিত ও সুদৃঢ় হোক;
28 কেননা হিষ্বোন থেকে আগুন,সীহোনের নগর থেকে আগুনের শিখাবের হয়েছে;তা মোয়াবের আর্ নগরকে,অর্ণোনের মালভূমির অধিপতিদেরগ্রাস করেছে।
29 হে মোয়াব, ধিক্ তোমাকে।হে কমোশের প্রজারা, তোমরাবিনষ্ট হলে।সে তার পুত্রদেরকে পলাতকরূপে,তার কন্যাদেরকে বন্দীরূপে তুলে দিল—আমোরীয়দের বাদশাহ্ সীহোনের হাতে।
30 আমরা তাদেরকে তীর মেরেছি;হিষ্বোন দীবোন পর্যন্ত বিনষ্ট হয়েছে;আর আমরা নোফঃ পর্যন্ত ধ্বংস করেছি,যা মেদবা পর্যন্ত বিস্তৃত।
31 এভাবে ইসরাইল আমোরীয়দের দেশে বাস করতে লাগল।
32 পরে মূসা যাসের অনুসন্ধান করতে লোক প্রেরণ করলেন, আর তারা সেখানকার সমস্ত নগর হস্তগত করলো এবং সেখানে যে ইমোরীয়েরা ছিল, তাদেরকে অধিকারচ্যুত করলো।
33 পরে তারা ফিরে বাশনের পথ দিয়ে উঠে গেল; তাতে বাশনের বাদশাহ্ উজ ও তার সমস্ত লোক বের হয়ে তাদের সঙ্গে ইদ্রিয়ীতে যুদ্ধ করতে গেল।
34 তখন মাবুদ মূসাকে বললেন, তুমি এতে ভয় পেয়ো না, কেননা আমি একে, এর সমস্ত লোক ও এর দেশ তোমার হাতে তুলে দিলাম; তুমি হিষ্বোনবাসী আমোরীয়দের বাদশাহ্ সীহোনের প্রতি যেমন করেছ, এর প্রতি সেরকম করবে।
35 পরে তারা তাকে, তার পুত্রদের ও তার সমস্ত লোককে আঘাত করলো, আর শেষ পর্যন্ত তাঁর আর কেউ বেঁচে রইল না। তারা তার দেশও অধিকার করে নিল।