শুমারী 21:23-29 BACIB

23 তবুও সীহোন তার সীমার মধ্য দিয়ে ইসরাইলকে যেতে দিল না; উপরন্তু সীহোন তার সমস্ত লোককে একত্র করে ইসরাইলের বিরুদ্ধে মরুভূমিতে বের হল এবং যহসে উপস্থিত হয়ে ইসরাইলের সঙ্গে যুদ্ধ করলো।

24 তাতে ইসরাইল তলোয়ার দ্বারা তাকে আঘাত করে অর্ণোন থেকে যব্বোক পর্যন্ত অর্থাৎ অম্মোনীয়দের সীমানা পর্যন্ত তার দেশ অধিকার করলো; কারণ অম্মোনীয়দের সীমা দৃঢ় ছিল।

25 ইসরাইল ঐ সমস্ত নগর হস্তগত করলো এবং ইসরাইল আমোরীয়দের সমস্ত নগরে, হিষ্‌বোনে ও সেখানকার সমস্ত উপনগরে বাস করতে লাগল।

26 কেননা হিষ্‌বোন আমোরীয়দের বাদশাহ্‌ সীহোনের নগর ছিল; তিনি মোয়াবের পূর্ববর্তী বাদশাহ্‌র বিরুদ্ধে যুদ্ধ করে তার হাত থেকে অর্ণোন পর্যন্ত তার সমস্ত দেশ দখল করে নিয়েছিলেন।

27 এজন্য কবিরা বলেন,তোমরা হিষ্‌বোনে এসো,সীহোনের নগর নির্মিত ও সুদৃঢ় হোক;

28 কেননা হিষ্‌বোন থেকে আগুন,সীহোনের নগর থেকে আগুনের শিখাবের হয়েছে;তা মোয়াবের আর্‌ নগরকে,অর্ণোনের মালভূমির অধিপতিদেরগ্রাস করেছে।

29 হে মোয়াব, ধিক্‌ তোমাকে।হে কমোশের প্রজারা, তোমরাবিনষ্ট হলে।সে তার পুত্রদেরকে পলাতকরূপে,তার কন্যাদেরকে বন্দীরূপে তুলে দিল—আমোরীয়দের বাদশাহ্‌ সীহোনের হাতে।