শুমারী 23:15-21 BACIB

15 পরে সে বালাককে বললো, আমি যতক্ষণ ঐ স্থানে মাবুদের সঙ্গে সাক্ষাৎ করি, ততক্ষণ আপনি এই স্থানে আপনার পোড়ানো-কোরবানীর কাছে দাঁড়িয়ে থাকুন।

16 পরে মাবুদ বালামের কাছে দেখা দিয়ে তার মুখে একটি কালাম দিলেন এবং বললেন, তুমি বালাকের কাছে ফিরে গিয়ে এরকম কথা বল।

17 তাতে সে তাঁর কাছে উপস্থিত হল; আর দেখ, মোয়াবের কর্মকর্তাদের সঙ্গে বালাক তাঁর পোড়ানো-কোরবানীর কাছে দাঁড়িয়ে ছিলেন। আর বালাক তাকে জিজ্ঞাসা করলেন, মাবুদ কি বললেন?

18 তখন সে তার দৈববাণী গ্রহণ করে বললো,উঠ, বালাক, শোন;হে সিপ্পোরের পুত্র, আমার কথায়কান দাও;

19 আল্লাহ্‌ মানুষ নন যে, মিথ্যা বলবেন;তিনি মানুষের-সন্তান নন যে, অনুশোচনাকরবেন;তিনি যা বলেছেন তা কি করবেন না?তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা কি সিদ্ধকরবেন না?

20 দেখ, আমি দোয়া করার হুকুম পেলাম,তিনি দোয়া করেছেন, আমি অন্যথাকরতে পারি না।

21 তিনি ইয়াকুবের মধ্যে অধর্ম দেখতেপান নি,ইসরাইলের মধ্যে জুলুম দেখেন নি;তার আল্লাহ্‌ মাবুদ তার সহবর্তী,বাদশাহ্‌র জয়ধ্বনি ওদের মধ্যবর্তী।