শুমারী 23:2-8 BACIB

2 তাতে বালামের কথা অনুসারে বালাক সেরকম করলেন; তখন বালাক ও বালাম এক একটি কোরবানগাহে এক একটি ষাঁড় ও এক একটি ভেড়া কোরবানী করলেন।

3 পরে বালাম বালাককে বললো, আপনি আপনার পোড়ানো-কোরবানীর কাছে দাঁড়িয়ে থাকুন। আমি যাই, হয়তো মাবুদ আমার কাছে দেখা দেবেন; তা হলে তিনি আমাকে যা জানাবেন তা আমি আপনাকে বলবো। পরে সে পর্বতের উপরে গমন করলো।

4 তখন আল্লাহ্‌ বালামকে দেখা দিলে সে তাঁকে বললো, আমি সাতটি কোরবানগাহ্‌ প্রস্তুত করেছি; আর এক একটি কোরবানগাহে এক একটি ষাঁড় ও এক একটি ভেড়া কোরবানী করেছি।

5 তখন মাবুদ বালামের মুখে একটি কালাম দিয়ে বললেন, তুমি বালাকের কাছে ফিরে গিয়ে এরকম কথা বল।

6 তাতে সে তাঁর কাছে ফিরে গেল; আর দেখ, মোয়াবের কর্মকর্তাদের সঙ্গে বালাক তাঁর পোড়ানো-কোরবানীর কাছে দাঁড়িয়ে ছিলেন;

7 তখন সে তার দৈববাণী গ্রহণ করে বললো,বালাক অরাম দেশ থেকেআমাকে আনালেন,মোয়াবের বাদশাহ্‌ পূর্ব দিকের পর্বতমালাথেকে আনালেন;এসো, আমার জন্য ইয়াকুবকেঅভিশাপ দাও,এসো, ইসরাইলকে বদদোয়া দাও।

8 আল্লাহ্‌ যাকে অভিশাপ দেন নি,আমি কিভাবে তাকে অভিশাপ দেব?মাবুদ যাকে বদদোয়া দেন নি,আমি কিভাবে তাকে বদদোয়া দেব?