শুমারী 24:18-24 BACIB

18 সে ইদোম অধিকার করবে,তার দুশমন সেয়ীরও আসবে তারঅধিকারে,আর ইসরাইল বীরের কাজ করবে।

19 ইয়াকুব থেকে উৎপন্ন এক জনকর্তৃত্ব করবেন,নগরের অবশিষ্ট লোকদেরকেবিনষ্ট করবেন।

20 পরে সে আমালেকের প্রতি দৃষ্টিপাত করলো এবং তার দৈববাণী গ্রহণ করে বললো,আমালেক জাতিদের মধ্যে প্রথম ছিল,কিন্তু বিনাশ হবে এর সর্বশেষ পরিণাম।

21 পরে সে কেনীয়দের প্রতি দৃষ্টিপাত করলো এবং তার দৈববাণী গ্রহণ করে বললো,তোমার নিবাস অতি দৃঢ়তোমার বাসস্থান শৈলে স্থাপিত।

22 তবুও কেনীয় ক্ষয় পাবে,শেষে আশেরিয়া তোমাকে বন্দী করেনিয়ে যাবে,

23 পরে সে তার দৈববাণী গ্রহণ করে বললো,হায়, যখন আল্লাহ্‌ এই করেন, তখন কে বাঁচবে?

24 কিন্তু সাইপ্রাসের তীর থেকে জাহাজআসবে,তারা আশেরিয়াকে জুলুম করবে,এবরকে নির্যাতন করবে,কিন্তু তারও বিনাশ ঘটবে।