শুমারী 26:36-42 BACIB

36 আর এরা শূথলহের সন্তান; এরণ থেকে এরণীয় গোষ্ঠী।

37 আফরাহীমের সন্তানদের এসব গোষ্ঠী গণনা করা হলে বত্রিশ হাজার পাঁচ শত লোক হল। নিজ নিজ গোষ্ঠী অনুসারে এরা ইউসুফের সন্তান।

38 নিজ নিজ গোষ্ঠী অনুসারে বিন্‌-ইয়ামীনের সন্তানেরা হল বেলা থেকে বেলায়ীয় গোষ্ঠী; অস্‌বেল থেকে অস্‌বেলীয় গোষ্ঠী; অহীরাম থেকে অহীরামীয় গোষ্ঠী;

39 শূফম থেকে শূফমীয় গোষ্ঠী; হূফম থেকে হূফমীয় গোষ্ঠী।

40 আর বেলার সন্তান অর্দ ও নামান; (অর্দ থেকে) অর্দীয় গোষ্ঠী; নামান থেকে নামানীয় গোষ্ঠী।

41 নিজ নিজ গোষ্ঠী অনুসারে এরা বিন্‌ইয়ামীনের সন্তান। এদের গণনা-করা লোক পঁয়তাল্লিশ হাজার ছয় শত জন।

42 নিজ নিজ গোষ্ঠী অনুসারে দানের এসব সন্তান; শূহম থেকে শূহমীয় গোষ্ঠী; এরা নিজ নিজ গোষ্ঠী অনুসারে দানের গোষ্ঠী।