শুমারী 33:7-13 BACIB

7 এথম থেকে যাত্রা করে বাল-সফোনের সম্মুখস্থ পীহহীরোতে ফিরে মিগ্‌দোলের সম্মুখে শিবির স্থাপন করলো।

8 হহীরোতের সম্মুখ থেকে যাত্রা করে সমুদ্রের মধ্য দিয়ে মরুভূমিতে প্রবেশ করলো এবং এথম মরুভূমিতে তিন দিনের পথ গিয়ে মারাতে শিবির স্থাপন করলো।

9 মারা থেকে যাত্রা করে এলীমে উপস্থিত হল; এলীমে পানির বারোটি ফোয়ারা ও সত্তরটি খেজুর গাছ ছিল; তারা সেই স্থানে শিবির স্থাপন করলো।

10 এলীম থেকে যাত্রা করে লোহিত সাগরের পাশে শিবির স্থাপন করলো।

11 লোহিত সাগর থেকে যাত্রা করে সীন মরুভূমিতে শিবির স্থাপন করলো।

12 সীন মরুভূমি থেকে যাত্রা করে দপ্‌কাতে শিবির স্থাপন করলো।

13 দপ্‌কা থেকে যাত্রা করে আলূশে শিবির স্থাপন করলো।