১ শামুয়েল 10:12-18 BACIB

12 তাতে সেখানকার এক জন জবাবে বললো, ভাল, ওদের পিতা কে? এভাবে, “শৌলও কি নবীদের মধ্যে এক জন?” এই কথা প্রবাদ হয়ে উঠলো।

13 পরে তিনি ভাবোক্তি বলা শেষ করে উচ্চস্থলীতে গেলেন।

14 পরে তালুতের চাচা তাঁকে ও তাঁর ভৃত্যকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় গিয়েছিলে? তিনি বললেন, গাধীগুলোর খোঁজে; কিন্তু গাধীগুলো কোন স্থানে নেই দেখে আমরা শামুয়েলের কাছে গিয়েছিলাম।

15 তালুতের চাচা বললেন, বল, শামুয়েল তোমাদের কি বললেন?

16 তখন তালুত তাঁর চাচাকে বললেন, তিনি আমাদের স্পষ্টভাবে বললেন, সমস্ত গাধী পাওয়া গেছে। কিন্তু রাজত্বের বিষয় যে কথা শামুয়েল বলেছিলেন, তা তিনি তাঁকে বললেন না।

17 পরে শামুয়েল লোকদেরকে মিস্‌পাতে মাবুদের কাছে ডাকালেন;

18 আর বনি-ইসরাইলদের বললেন, মাবুদ ইসরাইলের আল্লাহ্‌, এরকম বলেন, আমিই ইসরাইলকে মিসর থেকে এনেছি এবং মিসরীয়দের হাত থেকে ও তোমাদের প্রতি যে সমস্ত রাজ্য জুলুম করতো, তাদের হাত থেকে তোমাদের উদ্ধার করেছি।