29 যিনি ইসরাইলের বিশ্বাসভূমি তিনি মিথ্যা কথা বলেন না ও মন পরিবর্তন করেন না; কেননা তিনি মানুষ নন যে, মন পরিবর্তন করবেন।
30 তখন তালুত বললেন, আমি গুনাহ্ করেছি; তবু আরজ করি, এখন আমার লোকদের ও প্রধান ব্যক্তিবর্গের ও ইসরাইলের সম্মুখে আমার সম্মান রাখুন, আমার সঙ্গে ফিরে আসুন; আমি আপনার আল্লাহ্ মাবুদকে সেজ্দা করবো।
31 তাতে শামুয়েল তালুতের সঙ্গে গেলেন; আর তালুত মাবুদকে সেজ্দা করলেন।
32 পরে শামুয়েল বললেন, তোমরা আমালেকের বাদশাহ্ অগাগকে এই স্থানে আমার কাছে আন। তাতে অগাগ পুলকিত মনে তাঁর কাছে আসলেন, তিনি ভাবলেন, মৃত্যুর তিক্ততা নিশ্চয়ই গেল।
33 কিন্তু শামুয়েল বললেন, তোমার তলোয়ার দ্বারা স্ত্রীলোকেরা যেমন সন্তানহীনা হয়েছে, তেমনি স্ত্রীলোকদের মধ্যে তোমার মাও সন্তানহীনা হবে; তখন শামুয়েল গিল্গলে মাবুদের সাক্ষাতে অগাগকে খণ্ড-বিখণ্ড করলেন।
34 পরে শামুয়েল রামাতে গেলেন এবং তালুত গিবিয়াস্থিত নিজের বাড়িতে গেলেন।
35 আর মরণ দিন পর্যন্ত শামুয়েল তালুতের সঙ্গে আর সাক্ষাৎ করলেন না। শামুয়েল তালুতের জন্য শোক করতেন। আর মাবুদ ইসরাইলের উপরে তালুতকে বাদশাহ্ করেছেন বলে অনুশোচনা করলেন।