১ শামুয়েল 16:14-20 BACIB

14 তখন মাবুদের রূহ্‌ তালুতকে ত্যাগ করেছিলেন, আর মাবুদের কাছ থেকে একটি দুষ্ট রূহ্‌ এসে তাঁকে উত্ত্যক্ত করতে লাগল।

15 পরে তালুতের গোলামেরা তাঁকে বললো, দেখুন, আল্লাহ্‌র কাছ থেকে একটি দুষ্ট রূহ্‌ এসে আপনাকে উত্ত্যক্ত করছে।

16 আমাদের প্রভু হুকুম করুন, যেন আপনার সম্মুখস্থ এই গোলামেরা এক জন নিপুণ বীণাবাদকের খোঁজ করে; পরে যে সময়ে আল্লাহ্‌র কাছ থেকে সেই দুষ্ট রূহ্‌ আপনার উপরে আসবে, সেই সময় সেই ব্যক্তি বীণা বাজালে আপনার উপশম হবে।

17 তখন তালুত তাঁর গোলামদেরকে হুকুম করলেন, তোমরা এক জন নিপুণ বাদকের খোঁজ করে আমার কাছে তাকে আন।

18 যুবকদের এক জন বললো, দেখুন, আমি বেথেলহেমীয় ইয়াসির এক জন পুত্রকে দেখেছি; সে বীণা বাদনে নিপুণ, বলবান বীর, যোদ্ধা, বাক্‌পটু ও রূপবান, আর মাবুদ তার সহবর্তী।

19 পরে তালুত ইয়াসির কাছে দূত পাঠিয়ে বললেন, তোমার পুত্র দাউদ, যে ভেড়া চরাচ্ছে, তাকে আমার কাছে পাঠিয়ে দাও।

20 তখন ইয়াসি একটা গাধার পিঠে রুটি ও এক কূপা আঙ্গুর-রস পূর্ণ করে এবং একটি ছাগলের বাচ্চা নিয়ে তাঁর পুত্র দাউদের হাতে দিয়ে তালুতের কাছে পাঠিয়ে দিলেন।