১ শামুয়েল 2:2-8 BACIB

2 মাবুদের মত পবিত্র কেউ নেই,তুমি ছাড়া আর কেউ নেই,আমাদের আল্লাহ্‌র মত আর শৈল নেই।

3 তোমরা এমন মহা গর্বের কথা আর বলো না,তোমাদের মুখ থেকে অহংকারের কথা বের না হোক;কেননা মাবুদ জ্ঞানের আল্লাহ্‌,তাঁর দ্বারা সমস্ত কাজ তুলাতে পরিমিত হয়।

4 শক্তিশালীদের ধনুক ভগ্ন হল,যাদের স্খলন হয়েছে তারা শক্তিশালী হয়ে উঠে দাঁড়িয়েছে।

5 যারা পরিতৃপ্ত ছিল তারা খাদ্যের জন্য শ্রমজীবী মজুর হল,যারা ক্ষুধিত ছিল তারা বিশ্রাম লাভ করলো;এমন কি, বন্ধ্যা স্ত্রী সাতটি পুত্র প্রসব করলো,আর বহুপুত্রের মা ক্ষীণা হল।

6 মাবুদ মারেন ও বাঁচান,তিনি পাতালে নামান ও ঊর্ধ্বে তোলেন।

7 মাবুদ দরিদ্র করেন ও ধনী করেন,তিনি নত করেন ও উন্নত করেন।

8 তিনি ধূলি থেকে দীনহীনকে তোলেন,সারের ঢিবি থেকে দরিদ্রকে উঠান,কুলীনদের সঙ্গে বসিয়ে দেন,মহিমা-সিংহাসনের অধিকারী করেন।কেননা দুনিয়ার সমস্ত স্তম্ভ মাবুদের;তিনি সেই সবের উপরে দুনিয়া স্থাপন করেছেন।