১ শামুয়েল 7:6-12 BACIB

6 তাতে তারা মিস্‌পাতে একত্র হয়ে পানি তুলে মাবুদের সম্মুখে ঢাললো এবং সেই দিন রোজা করে সেখানে বললো, আমরা মাবুদের বিরুদ্ধে গুনাহ্‌ করেছি। আর শামুয়েল মিস্‌পাতে বনি-ইসরাইলদের বিচার করতে লাগলেন।

7 পরে ফিলিস্তিনীরা যখন শুনতে পেল যে, বনি-ইসরাইল মিস্‌পাতে একত্র হয়েছে, তখন ফিলিস্তিনীদের ভূপালেরা ইসরাইলের বিরুদ্ধে উঠে আসলেন; তা শুনে বনি-ইসরাইল ফিলিস্তিনীদের দরুন ভয় পেল।

8 আর বনি-ইসরাইলরা শামুয়েলকে বললো, আমাদের আল্লাহ্‌ মাবুদ ফিলিস্তিনীদের হাত থেকে যেন আমাদের নিস্তার করেন, এজন্য আপনি তাঁর কাছে আমাদের জন্য ফরিয়াদ জানাতে বিরত হবেন না।

9 তখন শামুয়েল দুগ্ধপোষ্য একটি ভেড়ার বাচ্চা নিয়ে মাবুদের উদ্দেশে সর্বাঙ্গ পোড়ানো-কোরবানী করলেন এবং শামুয়েল ইসরাইলের জন্য মাবুদকে ডাকলেন; আর মাবুদ তাঁকে উত্তর দিলেন।

10 যে সময়ে শামুয়েল ঐ পোড়ানো-কোরবানী করছিলেন, তখন ফিলিস্তিনীরা ইসরাইলের সঙ্গে যুদ্ধ করার জন্য নিকটবর্তী হল। কিন্তু ঐ দিনে মাবুদ ফিলিস্তিনীদের উপরে মহা-বজ্রনাদে গর্জন করে তাদেরকে ব্যাকুল করে তুললেন; তাতে তারা ইসরাইলের সম্মুখে আহত হল।

11 আর ইসরাইল লোকেরা মিস্‌পা থেকে বের হয়ে ফিলিস্তিনীদের পিছনে পিছনে তাড়া করে বৈৎ-করের নিচে পর্যন্ত তাদের আক্রমণ করলো।

12 তখন শামুয়েল একটি পাথর নিয়ে মিস্‌পার ও শেনের মধ্যস্থানে স্থাপন করলেন এবং এই পর্যন্ত মাবুদ আমাদের সাহায্য করেছেন, এই কথা বলে তার নাম এবন্‌-এষর [সাহায্যের পাথর] রাখলেন।