29 যে বিবেকের কথা আমি বললাম, তা তোমার নয়, কিন্তু সেই অন্য ব্যক্তির। কারণ আমার স্বাধীনতা কেন পরের বিবেকের দ্বারা বিচারিত হবে?
30 যদি আমি শুকরিয়া জানিয়ে ভোজন করি, তবে যার জন্যে আমি শুকরিয়া জানাই, তার জন্য কেন নিন্দিত হই?
31 অতএব তোমরা ভোজন, বা পান, বা যা কিছু কর, সকলই আল্লাহ্র গৌরবার্থে কর।
32 ইহুদী, বা গ্রীক, বা আল্লাহ্র মণ্ডলী, কারো বিঘ্ন জন্মাবে না;
33 যেমন আমিও সমস্ত বিষয়ে সকলের প্রীতিকর হই, নিজের মঙ্গলের চেষ্টা করি না, কিন্তু অনেকের মঙ্গলের চেষ্টা করি, যেন তারা নাজাত পায়।