যাত্রাপুস্তক 31:8-16 SBCL

8 টেবিল ও তার সংগের জিনিসপত্র, খাঁটি সোনার বাতিদান ও তার জিনিসপত্র, ধূপ-বেদী,

9-10 পোড়ানো-উৎসর্গের বেদী ও তার বাসন-কোসন, গামলা আর তা বসাবার আসন এবং পুরোহিতের কাজের জন্য পুরোহিত হারোণের জন্য বুনানো পবিত্র পোশাক ও তার ছেলেদের পোশাক।

11 অভিষেকের তেল আর পবিত্র স্থানের জন্য সুগন্ধি ধূপও এই সব জিনিসের মধ্যে রয়েছে। তোমাকে দেওয়া আমার আদেশ অনুসারেই যেন তারা সেগুলো তৈরী করে।”

12-13 তারপর সদাপ্রভু মোশিকে ইস্রায়েলীয়দের এই কথা বলতে বললেন: “তোমরা আমার প্রত্যেকটি বিশ্রামবার পালন করবে। এই বিশ্রামবার বংশের পর বংশ ধরে তোমাদের ও আমার মধ্যে এমন একটা চিহ্ন হয়ে থাকবে যার দ্বারা তোমরা বুঝতে পারবে যে, আমিই সদাপ্রভু এবং আমিই তোমাদের আমার উদ্দেশ্যে আলাদা করে রেখেছি।

14 “তোমরা বিশ্রামবার পালন করবে, কারণ এই দিনটা তোমাদের জন্য আমার উদ্দেশ্যে আলাদা করে রাখা হয়েছে। যদি কেউ এই দিনটা পালন না করে তবে তাকে মেরে ফেলতে হবে; যদি কেউ এই দিনে কোন কাজ করে তবে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।

15 তোমরা সপ্তাহের ছয় দিন কাজ করবে কিন্তু সপ্তম দিনটা হবে বিশ্রামের দিন, আর সদাপ্রভুর উদ্দেশ্যে সেটা একটা আলাদা করে রাখা দিন। যদি কেউ এই দিনে কাজ করে তবে তাকে মেরে ফেলতে হবে।

16 একটা স্থায়ী ব্যবস্থা হিসাবে এই বিশ্রামবার ইস্রায়েলীয়দের বংশের পর বংশ ধরে পালন করতে হবে।