২ বংশাবলি 4:15-21 SBCL

15 বিরাট পাত্র ও তার নীচের বারোটা গরু;

16 পাত্র, হাতা ও মাংস তুলবার কাঁটা।সদাপ্রভুর ঘরের জন্য হীরাম যে সব জিনিস রাজা শলোমনের নির্দেশে তৈরী করেছিলেন সেগুলো ছিল চক্‌চকে ব্রোঞ্জের।

17 রাজা সেগুলো যর্দনের সমভূমিতে সুক্কোৎ ও সর্তনের মাঝামাঝি এক জায়গায় মাটির ছাঁচে ফেলে তৈরী করিয়েছিলেন।

18 এই সব জিনিস শলোমন এত বেশী পরিমাণে তৈরী করিয়েছিলেন যে, ব্রোঞ্জের পরিমাণ জানা যায় নি।

19 ঈশ্বরের ঘরের যে সব জিনিসপত্র শলোমন তৈরী করিয়েছিলেন সেগুলো হল: সোনার বেদী; সম্মুখ-রুটি রাখবার টেবিলগুলো;

20 যেমন বলা হয়েছিল সেইমত মহাপবিত্র স্থানের সামনে জ্বালাবার জন্য খাঁটি সোনার বাতিদান ও সেগুলোর বাতি;

21 খাঁটি সোনার ফুল, বাতি ও চিম্‌টা;