13 পুরোহিতেরা যখন বাইরে আসলেন তখন তূরী বাদকেরা ও গায়কেরা একসংগে এক সুরে সদাপ্রভুর গৌরব করলেন ও তাঁকে ধন্যবাদ দিলেন। তূরী, করতাল ও অন্যান্য বাজনার সংগে তাঁরা জোরে জোরে সদাপ্রভুর উদ্দেশে এই গান করলেন,“তিনি মংগলময়,তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।”সেই সময় সদাপ্রভুর ঘর মেঘে ভরে গেল।