প্রেরিত্‌ 8:27 SBCL

27 তখন ফিলিপ সেই দিকে গেলেন। পথে ইথিয়পিয়া দেশের একজন বিশেষ রাজকর্মচারীর সংগে তাঁর দেখা হল। সেই কর্মচারী ছিলেন খোজা। ইথিয়পিয়ার কান্দাকী রাণীর ধনরত্নের দেখাশোনা করবার ভার ছিল এই লোকটির উপর। ঈশ্বরের উপাসনা করবার জন্য সেই কর্মচারী যিরূশালেমে গিয়েছিলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন প্রেরিত্‌ 8

প্রেক্ষাপটে প্রেরিত্‌ 8:27 দেখুন