19 আর দুনিয়াতে পানি অত্যন্ত প্রবল হল, আসমানের নিচে সমস্ত মহাপর্বত ডুবে গেল।
20 তার উপরে পনের হাত পানি উঠে প্রবল হল, পর্বতগুলো ডুবে গেল।
21 তাতে ভূচর যাবতীয় প্রাণী— পাখি, গৃহপালিত ও বন্য পশু, ভূচর সরীসৃপ এবং মানুষ সকলই মারা গেল।
22 স্থলচর যত জীবন্ত প্রাণী ছিল, সকলেই মারা গেল।
23 এভাবে দুনিয়া নিবাসী সমস্ত প্রাণী— মানুষ, পশু, সরীসৃপ ও আসমানের পাখি দুনিয়া থেকে মুছে গেল, কেবল নূহ্ ও তাঁর সঙ্গী জাহাজের প্রাণীরা বেঁচে রইলেন।
24 আর পানি দুনিয়ার উপরে এক শত পঞ্চাশ দিন পর্যন্ত প্রবল থাকলো।