37 গাদোর, অহিয়ো, জাকারিয়া ও মিক্লোৎ।
38 মিক্লোতের পুত্র শিমিয়াম; এঁরাও নিজেদের ভাইদের সম্মুখে জেরুশালেমে নিজেদের ভাইদের কাছে বাস করতেন।
39 আর নেরের পুত্র কীশ, কীশের পুত্র তালুত, তালুতের পুত্র যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্বাল।
40 যোনাথনের পুত্র মরীব্-বাল, মরীব্-বালের পুত্র মীখা।
41 মিকাহ্র সন্তান পিথোন, মেলক, তহরেয় (ও আহস)।
42 আহসের পুত্র যারঃ, যারের পুত্র আলেমৎ, অস্মাবৎ ও সিম্রি এবং সিম্রির পুত্র মোৎসা,
43 মোৎসার পুত্র বিনিয়া, তার পুত্র রফায়, তার পুত্র ইলীয়াসা, তার পুত্র আৎসেল।