১ খান্দাননামা 24 BACIB

ইমামদের দলভাগ

1 হারুন-বংশের পালার কথা। হারুনের পুত্র নাদোব ও অবীহূ, ইলিয়াসর ও ঈথামর।

2 কিন্তু নাদব ও অবীহূ তাদের পিতার আগে ইন্তেকাল করলো এবং তাদের পুত্র ছিল না; অতএব ইলিয়াসর ও ঈথামর ইমাম হলেন।

3 আর দাউদ এবং ইলিয়াসরের বংশজাত সাদোক ও ঈথামরের বংশজাত অহীমেলক ইমামদেরকে সেবাকর্ম সম্পর্কিত যার যার শ্রেণীতে বিভক্ত করলেন।

4 তাতে জানা গেল, পুরুষদের সংখ্যাতে ঈথামরের সন্তানদের চেয়ে ইলিয়াসরের সন্তানদের মধ্যে প্রধান লোক অনেক; আর তাদেরকে এরকম ভাগ করা হল; ইলিয়াসরের সন্তানদের মধ্যে ষোল জন পিতৃকুলপতি ও ঈথামের সন্তানদের মধ্যে আট জন পিতৃকুলপতি হল।

5 পিতৃকুল নির্বিশেষে গুলিবাঁট দ্বারা তাদেরকে ভাগ করা হল, কেননা পবিত্র স্থানের নেতৃবর্গ ও খোদায়ী নেতৃবর্গ ইলিয়াসর ও ঈথামর, উভয়ের সন্তানদের মধ্য থেকে গৃহীত হল।

6 আর বাদশাহ্‌র, নেতাদের, সাদোক ইমামের, অবিয়াথরের পুত্র অহীমেলকের এবং ইমামের ও লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে লেবির বংশজাত নথনেলের পুত্র শমরিয় লেখক তাদের নাম লিখলেন; বস্তুত ইলিয়াসরের জন্য একটি ও ঈথামরের জন্য একটি পিতৃকুল বেছে নেওয়া হল।

7 তখন প্রথম গুলিবাঁট যিহোয়ারীবের নামে উঠলো; দ্বিতীয় যিদয়িয়,

8 তৃতীয় হারীমের, চতুর্থ সিয়োরীমের,

9 পঞ্চম মল্কিয়ের, ষষ্ঠ মিয়ামীনের,

10 সপ্তম হক্কোষের, অষ্টম অবিয়ের,

11 নবম যেশূয়ের, দশম শখনিয়ের,

12 একাদশ ইলীয়াশীবের, দ্বাদশ যাকীমের,

13 ত্রয়োদশ হুপ্পের, চতুর্দশ যেশবাবের,

14 পঞ্চদশ বিল্‌গার, ষোড়শ ইম্মেরের,

15 সপ্তদশ হেষীরের, অষ্টাদশ হপ্পিসেসের,

16 ঊনবিংশ পথাহিয়ের, বিংশ যিহিষ্কেলের,

17 একবিংশ যাখীনের, দ্বাবিংশ গামূলের,

18 ত্রয়োবিংশ দলায়ের, চতুর্বিংশ মাসিয়ের নামে গুলি উঠলো।

19 ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের হুকুম অনুসারে তাদের পিতা হারুন কর্তৃক নির্ধারিত বিধান অনুসারে মাবুদের গৃহে উপস্থিত হবার বিষয়ে তাদের সেবাকর্মের জন্য এই শ্রেণী হল।

লেবীয়দের বিভিন্ন বংশ-নেতা

20 লেবির অবশিষ্ট সন্তানদের কথা। ইমরানের সন্তানদের মধ্যে শবূয়েল, শবূয়েলের সন্তানদের মধ্যে যেহদিয়।

21 রহবিয়ের কথা; রহবিয়ের সন্তানদের মধ্যে যিশিয় প্রধান।

22 যিষহরীয়দের মধ্যে শলোমোৎ; শলোমোতের সন্তানদের মধ্যে যহৎ।

23 আর হেবরনের পুত্র যিরিয় প্রধান, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল, চতুর্থ যিকমিয়াম।

24 উষীয়েলের পুত্র মিকাহ্‌; মিকাহ্‌র পুত্রদের মধ্যে শামীর।

25 মিকাহ্‌র ভাই যিশিয়; যিশিয়ের পুত্রদের মধ্যে জাকারিয়া।

26 মরারির পুত্র মহলি ও মূশি; যাসিয়ের পুত্র বিনো।

27 মরারির সন্তান— যাসিয়ের পুত্র বিনো, শোহম, সক্কুর ও ইব্রি।

28 মহলির পুত্র ইলিয়াসর, তার পুত্র ছিল না।

29 কীশের কথা; কীশের পুত্র যিরহমেল।

30 মূশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ। এরা যার যার পিতৃকুল অনুসারে লেবির সন্তান।

31 তাদের ভাই হারুন-সন্তানদের মত এরাও দাউদ বাদশাহ্‌র, সাদোকের ও অহীমেলকের এবং ইমামের ও লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে গুলিবাঁট করলো, অর্থাৎ প্রতি-পিতৃকুলের মধ্যে প্রধান লোক ও তার ছোট ভাই একইভাবে গুঁলিবাট করলো।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29