১ খান্দাননামা 13 BACIB

শরীয়ত-সিন্দুক আনয়ন

1 পরে দাউদ সহস্রপতিদের ও শতপতিদের সঙ্গে ও সমস্ত নেতৃবর্গের সঙ্গে মন্ত্রণা করলেন।

2 আর দাউদ সমস্ত ইসরাইল-সমাজকে বললেন, যদি তোমাদের ভাল মনে হয় ও আমাদের আল্লাহ্‌ মাবুদ থেকে এই কাজ হয়ে থাকে, তবে এসো, আমরা ইসরাইলের সমস্ত প্রদেশে আমাদের অবশিষ্ট ভাইদের কাছে ও তাদের সঙ্গে যে সকল ইমাম ও লেবীয়েরা নিজ নিজ চারণ-ভূমি বিশিষ্ট নগরে বাস করে তাদের কাছে লোক পাঠাই, যেন তারা আমাদের কাছে ঁজমায়েত হয়।

3 আর এসো, আমাদের আল্লাহ্‌র সিন্দুক আমাদের কাছে ফিরিয়ে আনি, কেননা তালুতের সময়ে আমরা তার খোঁজ করি নি।

4 তখন সমস্ত সমাজ বললো, আমরা তা করবো; কেননা সব লোকের দৃষ্টিতে এই কথা ন্যায্য মনে হল।

5 পরে কিরিয়ৎ-যিয়ারীম থেকে আল্লাহ্‌র সিন্দুক আনবার জন্য দাউদ মিসরের সীহোর নদী থেকে হমাতের প্রবেশ স্থান পর্যন্ত সমস্ত ইসরাইলকে একত্র করলেন।

6 আর আল্লাহ্‌র সিন্দুক, কারুবীদ্বয়ে আসীন মাবুদের সিন্দুক, যার উপরে সেই নাম কীর্তিত, তা এহুদার অধিকারস্থ বালা অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীম থেকে আনবার জন্য দাউদ ও সমস্ত ইসরাইল সেই স্থানে গেলেন।

7 পরে তাঁরা আল্লাহ্‌র সিন্দুক একটি নতুন ঘোড়ার গাড়িতে উঠিয়ে অবীনাদবের বাড়ি থেকে বের করলেন এবং উষঃ ও অহিয়ো ঐ ঘোড়ার গাড়ি চালনা করলো।

8 আর দাউদ ও সমস্ত ইসরাইল সমস্ত শক্তিতে আল্লাহ্‌র সম্মুখে গজল সহকারে বীণা, নেবল, তম্বুরা, করতাল ও তূরী বাজালেন।

9 পরে তাঁরা কীদোনের খামার পর্যন্ত গেলে উষঃ ঐ সিন্দুক ধরবার জন্য হাত বাড়ালো, কেননা বলদযুগল পিছলিয়ে পড়েছিল।

10 তখন উষের প্রতি মাবুদের ক্রোধ প্রজ্বলিত হল ও সিন্দুকের প্রতি তার হাত বাড়ানোর দরুন তিনি তাকে আঘাত করলেন; তাতে সে সেই স্থানে আল্লাহ্‌র সম্মুখে মৃত্যুবরণ করলো।

11 মাবুদ উষকে আক্রমণ করায় দাউদ অসন্তুষ্ট হলেন, আর সেই স্থানের নাম পেরস-উষঃ (উষঃ-আক্রমণ) রাখলেন; আজও সেই নাম প্রচলিত আছে।

12 আর দাউদ সেদিন আল্লাহ্‌কে ভয় পেয়ে বললেন; আল্লাহ্‌র সিন্দুক কিভাবে আমার কাছে আনবো?

13 তাই দাউদ সেই সিন্দুক দাউদ-নগরে নিজের কাছে না এনে পথের পাশে অবস্থিত গাতীয় ওবেদ-ইদোমের বাড়িতে নিয়ে রাখলেন।

14 আর আল্লাহ্‌র সিন্দুক ওবেদ-ইদোমের বাড়িতে তার পরিবারের কাছে তিন মাস থাকলো; তাতে মাবুদ ওবেদ-ইদোমের বাড়ি ও তার সর্বস্বকে দোয়াযুক্ত করলেন।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29