১ খান্দাননামা 7 BACIB

ইষাখরের বংশ-তালিকা

1 ইষাখরের সন্তান তোলয় ও পূয়, যাশূব ও শিম্রোণ, এই চার জন।

2 তোলয়ের সন্তান উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্‌সম ও শামুয়েল, এরা তোলয়ের বংশজাত, নিজ নিজ পিতৃকুলের প্রধান ও যার যার সমকালীন লোকদের মধ্যে বলবান বীর ছিল, দাউদের সময়ে তারা সংখ্যায় বাইশ হাজার ছয় শত জন ছিল।

3 উষির সন্তান যিষ্রাহিয়; আর যিষ্রাহিয়ের সন্তান মিকাইল; ওবদিয়, যোয়েল ও যিশিয়— এই পাঁচ জন। এঁরা সকলে প্রধান লোক ছিলেন।

4 এঁদের সমকালে স্ব স্ব পিতৃকুল অনুসারে এঁদের সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রস্তুত কতগুলো সৈন্যদল ছিল, তাদের জনসংখ্যা ছত্রিশ হাজার; কারণ তাদের অনেক স্ত্রী ও সন্তান ছিল।

5 আর ইষাখরের সমস্ত গোষ্ঠীর মধ্যে তাদের ভাইয়েরা বলবান বীর ছিল, সবসুদ্ধ বংশ-তালিকা অনুসারে গণনা-করা তাদের লোক সাতাশি হাজার ছিল।

বিন্‌ইয়ামীনের বংশ-তালিকা

6 বিন্‌ইয়ামীনের (সন্তান) বেলা, বেখর ও যিদীয়েল— এই তিন জন।

7 বেলার সন্তান ইষ্‌বোণ, উষি, উষীয়েল, যিরেমোৎ ও ঈরী— এই পাঁচ জন। এরা পিতৃকুলের প্রধান ও বলবান বীর ছিল এবং বংশ-তালিকা অনুসারে তাদের সংখ্যা বাইশ হাজার চৌত্রিশ জন।

8 আর বেখরের সন্তান সমীরাঃ, যোয়াশ, ইলীয়েষর, ইলিয়োঐনয়, অম্রি, যিরেমোৎ, অবিয়, অনাথোৎ ও আলেমৎ; এরা সকলেই বেখরের সন্তান।

9 বংশ-তালিকা অনুসারে তাদের পিতৃকুলপতিরা বিশ হাজার দুই শত বলবান বীর ছিল।

10 আর যিদীয়েলের সন্তান বিল্‌হন; বিল্‌হনের সন্তান যিয়ূশ, বিন্‌ইয়ামীন, এহূদ, কেনানা, সেথন, তর্শীশ ও অহীশহর।

11 এরা সকলেই যিদীয়েলের সন্তান, স্ব স্ব পিতৃকুলের প্রধান অনুসারে বলবান বীর ছিল, সৈন্য দলে যুদ্ধে গমনযোগ্য সতেরো হাজার দুই শত লোক।

12 আর ঈরের সন্তান শুপ্পীম ও হুপ্পীম, অহেরের সন্তান হূশীম।

নপ্তালির বংশ-তালিকা

13 নপ্তালির সন্তান যহসিয়েল, গূনি, যেৎসর ও শল্লূম, এরা বিল্‌হার সন্তান।

মানশার বংশ-তালিকা

14 মানশার সন্তান অস্রীয়েল; (তাঁর স্ত্রী) একে প্রসব করলেন। তাঁর অরামীয়া উপপত্নী গিলিয়দের পিতা মাখীরকে প্রসব করলো;

15 আর মাখীর হুপ্পীম ও শুপ্পীমের আত্মীয় এক স্ত্রীকে বিয়ে করলো। আর তার বোনের নাম মাখা। দ্বিতীয়ের নাম সলফাদ, সেই সলফাদের কয়েকটি কন্যা ছিল।

16 মাখীরের স্ত্রী মাখা পুত্র প্রসব করে তার নাম পেরশ রাখল ও তার ভাইয়ের নাম শেরশ এবং এর পুত্রদের নাম ঊলম ও রেকম।

17 আর ঊলমের সন্তান বদান। এসব মানশার পৌত্র মাখীরের পুত্র গিলিয়দের সন্তান।

18 তার বোন হম্মোলেকতের পুত্র ঈশ্‌হোদ, অবীয়েষর ও মহলা।

19 আর শমীদার সন্তান অহিয়ন, শেখম, লিক্‌হি ও অনীয়াম।

আফরাহীমের বংশ-তালিকা

20 আর আফরাহীমের সন্তান শূথেলহ, তার পুত্র বেরদ, তার পুত্র তহৎ, তার পুত্র ইলিয়াদা, তার পুত্র তহৎ,

21 তার পুত্র সাবদ, তার পুত্র শূথেলহ; আর এৎসর ও ইলিয়দ, দেশজাত গাতের লোকেরা তাদেরকে হত্যা করলো; কেননা তারা ওদের পশু হরণ করার জন্য নেমে এসেছিল।

22 তখন তাদের পিতা আফরাহীম অনেক দিন পর্যন্ত শোক করলেন এবং তার ভাইয়েরা তাঁকে সান্ত্বনা দিতে আসলেন।

23 পরে তিনি তাঁর স্ত্রীর কাছে গমন করলেন তাতে তাঁর স্ত্রী গর্ভবতী হয়ে পুত্র প্রসব করলে তিনি তার নাম বরীয় (অমঙ্গল) রাখলেন, কেননা তখন তাঁর বাড়িতে অমঙ্গল ঘটেছিল।

24 আর তাঁর কন্যা শীরা উচ্চতর ও নিম্নতর বৈৎ-হোরুন ও উষেণ-শীরা নির্মাণ করালেন।

25 বরীয়ের পুত্র রেফহ ও রেশফ, এর পুত্র তেলহ, তার পুত্র তহন,

26 তার পুত্র লাদন, তার পুত্র অম্মীহূদ, তার পুত্র ইলীশামা;

27 তার পুত্র নূন, তার পুত্র ইউসা।

28 এদের অধিকার ও নিবাস্থান বেথেল ও তার সমস্ত উপনগর এবং পূর্ব দিকে নারণ ও পশ্চিম দিকে গেষর ও তার সমস্ত উপনগর; আর শিখিম ও তার সমস্ত উপনগর, গাজা ও তার সমস্ত উপনগর পর্যন্ত।

29 আর মানাশা-বংশের লোকদের সীমার পাশে অবস্থিত বৈৎ-শান ও তার সমস্ত উপনগর, তানক ও তার সমস্ত উপনগর, মগিদ্দো ও তার সমস্ত উপনগর, দোর ও তার সমস্ত উপনগর। এসব স্থানে ইসরাইলের পুত্র ইউসুফের সন্তানেরা বাস করতো।

আশেরের বংশ-তালিকা

30 আশেরের সন্তান যিম্ন, যিশ্‌বাঃ যিশ্‌বী ও বরীয় এবং তাদের বোন সেরহ।

31 বরীয়ের সন্তান হেবর ও বির্ষোতের পিতা মল্কিয়েল।

32 হেবরের সন্তান যফ্‌লেট, শোমের ও হোথম এবং এদের বোন শূয়া।

33 যফ্‌লেটের সন্তান পাসক, বিম্‌হল ও অশ্বৎ, এসব যফ্‌লেটের সন্তান।

34 আর শেমরের সন্তান অহি, রোগহ, যিহুব্ব ও অরাম।

35 তার ভাই হেলমের সন্তান শোফহ, যিম্না, শেলশ ও আমল।

36 সোফহের সন্তান সূহ, হর্ণেফর, শূয়াল, বেরী ও যিম্র;

37 বেৎসর, হোদ, শম্ম, শিল্‌শ, যিত্রণ ও বেরা।

38 আর যেথরের সন্তান যিফুন্নি, পিস্প ও অরা।

39 আর উল্লের সন্তান আরহ, হন্নীয়েল ও রিৎসিয়।

40 এরা সকলে আশেরের সন্তান, নিজ নিজ পিতৃকুলের পতি, মনোনীত ও বলবান বীর, নেতাদের মধ্যে প্রধান লোক ছিল। যুদ্ধে গমনকারীদের মধ্যে বংশ-তালিকা অনুসারে এদের জনসংখ্যা ছাব্বিশ হাজার ছিল।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29