9 ওরা ও এদের ভাইয়েরা নিজ নিজ বংশ অনুসারে নয় শত ছাপ্পান্ন জন। এরা সকলে নিজ নিজ পিতৃকুলের মধ্যে কুলপতি ছিল।
10 ইমামদের মধ্যে ষিদয়িয়, ষিহোয়ারীব ও যাখীন;
11 আর আল্লাহ্র গৃহের নেতা যে অহীটূব, তাঁর অতিবৃদ্ধ প্রপৌত্র মরায়োতের বৃদ্ধপ্রপৌত্র সাদোকের প্রপৌত্র মশুল্লমের পৌত্র হিল্কিয়ের পুত্র অসরিয়;
12 আর মল্কিয়ের প্রপৌত্র পশ্হূরের পৌত্র যিরোহমের পুত্র অদায়া; এবং ইম্মেরের অতিবৃদ্ধ প্রপৌত্র মশিল্লমীতের বৃদ্ধপ্রপৌত্র মশুল্লমের প্রপৌত্র যহসেরার পৌত্র অদীয়েলের পুত্র মাসয়;
13 এরা ও এদের ভাইয়েরা এক হাজার সাত শত ষাট জন, এরা যার যার পিতৃকুলের পতি এবং আল্লাহ্র গৃহের সেবাকর্ম সম্পাদনে অতি দক্ষ লোক।
14 আর লেবীয়দের মধ্যে মরারি বংশজাত হশবিয়ের প্রপৌত্র অস্রীকামের পৌত্র হশূবের পুত্র শমরিয়;
15 আর বকবকর, হেরশ ও গালল এবং আসফের প্রপৌত্র সিখ্রির পৌত্র মিকাহ্র পুত্র মত্তনিয়;