মথি 4:9-16 SBCL

9 “তুমি যদি মাটিতে পড়ে আমাকে প্রণাম করে তোমার প্রভু বলে স্বীকার কর তবে এই সবই আমি তোমাকে দেব।”

10 তখন যীশু তাকে বললেন, “দূর হও, শয়তান। পবিত্র শাস্ত্রে লেখা আছে,তুমি তোমার প্রভু ঈশ্বরকেই ভক্তি করবে,কেবল তাঁরই সেবা করবে।”

11 তখন শয়তান তাঁকে ছেড়ে চলে গেল, আর স্বর্গদূতেরা এসে তাঁর সেবা-যত্ন করতে লাগলেন।

12-13 পরে যীশু শুনলেন যোহনকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। তখন তিনি গালীলে চলে গেলেন এবং নাসরত গ্রাম ছেড়ে সবূলূন ও নপ্তালি এলাকার মধ্যে সাগর পারের কফরনাহূম শহরে গিয়ে রইলেন।

14 এটা হল যাতে নবী যিশাইয়ের মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়:

15 সবূলূন ও নপ্তালি এলাকার, সমুদ্রের দিকের,যর্দনের অন্য পারের এবং অযিহূদীদের গালীলের

16 যে লোকেরা অন্ধকারে বাস করে,তারা মহা আলো দেখতে পাবে।যারা ঘন অন্ধকারের দেশে বাস করে,তাদের কাছে আলো প্রকাশিত হবে।