24 তা দেখে সৈন্যেরা একে অন্যকে বলল, “এটা না ছিঁড়ে বরং গুলিবাঁট করে দেখি এটা কার হবে।”এটা ঘটেছিল যাতে পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হয়,তারা নিজেদের মধ্যে আমার কাপড়-চোপড় ভাগ করছে,আর আমার কাপড়ের জন্য তারা গুলিবাঁট করছে।আর সত্যিই সৈন্যেরা এই সব করেছিল।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন যোহন 19
প্রেক্ষাপটে যোহন 19:24 দেখুন