1 মাবুদ আমাকে বললেন, “তুমি গিয়ে মসীনা সুতার একটা জাংগিয়া কিনে পর, কিন্তু সেটা পানিতে ডুবাবে না।”
2 কাজেই মাবুদের নির্দেশমত আমি একটা জাংগিয়া কিনে পরলাম।
3 তখন মাবুদ দ্বিতীয়বার আমাকে বললেন,
4 “যে জাংগিয়া তুমি কিনে পরেছ সেটা নিয়ে এখনই তুমি ফোরাত নদীর কাছে গিয়ে পাথরের কোন ফাটলে লুকিয়ে রাখ।”