1-2 ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার, তাঁর সব সৈন্যদল এবং তাঁর অধীন সমস্ত রাজ্য ও জাতির লোকেরা যখন জেরুজালেম ও তার আশেপাশের শহরগুলোর বিরুদ্ধে যুদ্ধ করছিল তখন ইসরাইলের মাবুদ আল্লাহ্ ইয়ারমিয়াকে বললেন যেন তিনি এহুদার বাদশাহ্ সিদিকিয়ের কাছে গিয়ে বলেন, “আমি মাবুদ এই কথা বলছি যে, আমি এই শহর ব্যাবিলনের বাদশাহ্র হাতে তুলে দিতে যাচ্ছি আর সে এটা পুড়িয়ে দেবে।