1 ইউসিয়ার ছেলে এহুদার বাদশাহ্ যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে ইয়ারমিয়ার কাছে শুনে তা নেরিয়ের ছেলে বারূক গুটিয়ে রাখা কিতাবে লিখেছিলেন।
2 সেই সময় নবী ইয়ারমিয়া তাঁকে বললেন, “বারূক, ইসরাইলের মাবুদ আল্লাহ্ তোমাকে বলছেন যে,
3 তুমি বলেছ, ‘হায়! মাবুদ আমার ব্যথার উপরে আমাকে দুঃখ দিয়েছেন; আমি কাত্রাতে কাত্রাতে ক্লান্ত হয়ে পড়েছি, বিশ্রাম পাচ্ছি না।’
4 “মাবুদ আমাকে এই কথা তোমাকে বলতে বললেন, ‘আমি মাবুদ সারা দেশের মধ্যে যা তৈরী করেছি তা ভেংগে ফেলব এবং যা লাগিয়েছি তা উপ্ড়ে ফেলব।
5 তাহলে তুমি কি করে নিজের জন্য মহৎ মহৎ বিষয়ের আশা করছ? তা কোরো না। মনে রেখো, সমস্ত লোকের উপরে আমি বিপদ আনব, কিন্তু তুমি যেখানেই যাও না কেন আমি তোমাকে প্রাণে বাঁচিয়ে রাখব। আমি মাবুদ এই কথা বলছি।’ ”