16 সেই সময় আমি যখন দেশে তোমাদের লোকসংখ্যা অনেক বাড়িয়ে দেব তখন লোকে আর মাবুদের সাক্ষ্য-সিন্দুক সম্বন্ধে বলবে না। তার কথা কখনও তাদের মনে পড়বে না বা মনেও থাকবে না; তার আর দরকার হবে না কিংবা অন্য আর একটা তৈরীও করা হবে না।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়ারমিয়া 3
প্রেক্ষাপটে ইয়ারমিয়া 3:16 দেখুন