ইয়ারমিয়া 32:24 MBCL

24 শহরটা নিয়ে নেবার জন্য কেমন করে দেয়ালের সংগে লাগিয়ে ঢিবি তৈরী করা হচ্ছে তা তুমি দেখ। যুদ্ধ, দুর্ভিক্ষ এবং মহামারীর মধ্য দিয়ে শহরটা আক্রমণকারী ব্যাবিলনীয়দের হাতে যাবে। তুমি তো দেখতে পাচ্ছ যে, তুমি যা বলেছিলে তা-ই হয়েছে,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়ারমিয়া 32

প্রেক্ষাপটে ইয়ারমিয়া 32:24 দেখুন