ইয়ারমিয়া 32:35 MBCL

35 তারা মোলক দেবতার উদ্দেশে তাদের ছেলেমেয়েদের কোরবানী দেবার জন্য বিন্‌-হিন্নোম উপত্যকায় বাল দেবতার উদ্দেশে পূজার উঁচু স্থান তৈরী করেছে। আমি কখনও সেই হুকুম দিই নি কিংবা আমার মনেও তা ঢোকে নি যে, তারা এই রকম জঘন্য কাজ করে এহুদাকে গুনাহ্‌ করাবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়ারমিয়া 32

প্রেক্ষাপটে ইয়ারমিয়া 32:35 দেখুন