ইয়ারমিয়া 38:2 MBCL

2 ইয়ারমিয়া বলছিলেন, “মাবুদ এই কথা বলছেন, ‘যে কেউ এই শহরে থাকবে সে হয় যুদ্ধে না হয় দুর্ভিক্ষে কিংবা মহামারীতে মারা যাবে, কিন্তু যে কেউ ব্যাবিলনীয়দের কাছে যাবে সে মরবে না। সে তার প্রাণ কোনমতে বাঁচাতে পারবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়ারমিয়া 38

প্রেক্ষাপটে ইয়ারমিয়া 38:2 দেখুন