ইয়ারমিয়া 48:32 MBCL

32 হে সিব্‌মার আংগুর লতা, আমি যাসেরের জন্য যেভাবে কাঁদব তার চেয়েও বেশী কাঁদব তোমার জন্য। তোমার ডালপালাগুলো সমুদ্র পর্যন্ত ছড়িয়ে গেছে; সেগুলো যাসেরের সমুদ্র পর্যন্ত পৌঁছেছে। কিন্তু তোমার গরম কালের ফল ও আংগুরের উপর ধ্বংসকারীরা এসে পড়েছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়ারমিয়া 48

প্রেক্ষাপটে ইয়ারমিয়া 48:32 দেখুন