29 মাবুদ বলছেন, “ব্যাবিলনের বিরুদ্ধে সব ধনুকধারীদের ডাক। তার চারপাশে সৈন্য-ছাউনি ফেল; কাউকে পালাতে দিয়ো না। তার কাজের ফল তাকে দাও। সে যা করেছে তার প্রতি তা-ই কর, কারণ সে মাবুদের বিরুদ্ধে, ইসরাইলের আল্লাহ্ পাকের বিরুদ্ধে নিজেকে বড় করে দেখিয়েছে।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়ারমিয়া 50
প্রেক্ষাপটে ইয়ারমিয়া 50:29 দেখুন