ইহিস্কেল 31:7-13 BACIB

7 সে তার মহত্ত্বে ও লম্বা লম্বা ডালে খুব সুন্দর ছিল; কেননা তার মূল প্রচুর পানির পাশে ছিল।

8 আল্লাহ্‌র বাগানে এরস গাছগুলো তাকে গোপন করতে পারতো না, দেবদারু সকল ডালপালায় তার সমান ছিল না; এবং অর্মোণ গাছগুলো তার মত ডালবিশিষ্ট ছিল না; আল্লাহ্‌র বাগানে অবস্থিত কোন গাছ সৌন্দর্যে তার মত ছিল না।

9 আমি প্রচুর ডালপালা দিয়ে তাকে সুন্দর করেছিলাম, আদনে আল্লাহ্‌র বাগানে অবস্থিত সমস্ত গাছ তার উপরে ঈর্ষা করতো।

10 অতএব সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তুমি লম্বায় উঁচু হলে; সেই গাছ মেঘমালার মধ্যে তোমার শিখর স্থাপন করলো ও উচ্চতায় তার অন্তঃকরণ গর্বিত হল;

11 এজন্য আমি তাকে জাতিদের মধ্যে বলবানের হাতে তুলে দেব, সে তার সঙ্গে উপযুক্ত ব্যবহার করবে; আমি তার নাফরমানীর জন্য তাকে দূর করলাম।

12 তাতে বিদেশীরা, জাতিদের মধ্যে পরাক্রমশালী লোকেরা, তাকে কেটে ফেললো ও ছেড়ে গেল; পর্বতমালার উপরে ও উপত্যকাগুলোতে তার ডাল পড়ে আছে এবং দেশের সকল পানির স্রোতে তার ডালপালা ভেঙ্গে গেল; দুনিয়ার সমস্ত জাতি তার ছায়া থেকে প্রস্থান করলো, তাকে ছেড়ে গেল।

13 তার পড়ে যাওয়া কাণ্ডে আসমানের সকল পাখি বাস করবে এবং তার ডালের কাছে মাঠের সকল পশু থাকবে;