ইহিস্কেল 39:10-16 BACIB

10 তারা মাঠ থেকে কাঠ আনবে না, বনের গাছ কাটবে না; কেননা তারা সেই অস্ত্রশস্ত্র নিয়ে আগুন জ্বালাবে; তারা তাদের লুণ্ঠনকারীদের ধন লুট করবে ও যারা তাদের সম্পত্তি অপহরণ করেছিল, তাদের সম্পত্তি অপহরণ করবে; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।

11 আর সেদিন আমি ইসরাইলের মধ্যে ইয়াজুজকে কবরস্থান দেব, তা সমুদ্রের পূর্বদিক্‌স্থ পথিকদের উপত্যকা; এবং তা পথিকদের গতি রোধ করবে; সেই স্থানে লোকে ইয়াজুজ ও তার সমস্ত লোককে দাফন করবে এবং তার নাম রাখবে গে-হামোন-ইয়াজুজ [ইয়াজুজের লোকারণ্যের উপত্যকা]।

12 দেশ পাক-পবিত্র করার জন্য ইসরাইল-কুল তাদেরকে দাফন করতে সাত মাস ব্যস্ত থাকবে।

13 আর দেশের সকল লোক তাদের দাফন করবে এবং আমার নিজের গৌরব প্রকাশ করার দিনে সেই কাজ তাদের পক্ষে সুনামের হবে, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।

14 আর যারা নিয়মিত কাজে নিযুক্ত থাকবে, তাদেরকে তারা পৃথক করে দেবে, তারা দেশ পর্যটন করবে, পর্যটনকারীরা ভূমিতে অবশিষ্ট সকলকে দেশ পাক-পবিত্র করার জন্য দাফন করবে; সপ্তম মাসের শেষে তারা অনুসন্ধান করবে।

15 আর সেই দেশপর্যটনকারীরা পর্যটন করবে; এবং যখন কেউ মানুষের অস্থি দেখে, তখন তার পাশে একটি চিহ্ন গাঁথবে; পরে যারা কবর দেয় তারা গে-হামোন-ইয়াজুজে তার কবর দেবে।

16 আবার একটি নগরের নাম হামোনা [লোকারণ্য] হবে; এভাবে তারা দেশ পাক-পবিত্র করবে।