ইহিস্কেল 39:17-23 BACIB

17 আর হে মানুষের সন্তান, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তুমি সব জাতের পাখিদেরকে এবং সমস্ত বনপশুকে বল, তোমরা একত্র হয়ে এসো, সর্বদিক্‌ থেকে আমার কোরবানীর ভোজে সমবেত হও, কেননা আমি ইসরাইলের পর্বতমালার উপরে তোমাদের জন্য একটি মহা কোরবানী করবো; তাতে তোমরা গোশ্‌ত খাবে ও রক্ত পান করবে।

18 তোমরা বীরদের গোশ্‌ত খাবে ও ভূপতিদের রক্ত পান করবে, তারা সকলে বাশন দেশের হৃষ্টপুষ্ট ভেড়া, ভেড়ার বাচ্চা, ছাগল ও ষাঁড়ের।

19 আর আমি তোমাদের জন্য যে কোরবানী প্রস্তুত করেছি, তাতে তোমরা তৃপ্ত না হওয়া পর্যন্ত চর্বি ভোজন ও মাতাল না হওয়া পর্যন্ত রক্ত পান করবে।

20 আর আমার টেবিলে ঘোড়া, রথ, বীর ও সব রকম যোদ্ধাদেরকে খেয়ে তারা তৃপ্ত হবে; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।

21 আর আমি জাতিদের মধ্যে আমার গৌরব স্থাপন করবো এবং আমি যে শাসন করবো ও তাদের উপর যে উঠাব, তা সমস্ত জাতি দেখবে।

22 আর সেই দিনে ও তারপরে ইসরাইল-কুল জানবে যে, আমি মাবুদই তাদের আল্লাহ্‌।

23 আর জাতিরা জানবে যে, ইসরাইল-কুল নিজের অপরাধের জন্য নির্বাসিত হয়েছিল, বস্তুত তারা আমার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করেছিল, তাই আমি তাদের দিক থেকে আমার মুখ লুকিয়েছিলাম ও তাদেরকে বিপক্ষদের হাতে তুলে দিয়েছিলাম, আর তারা সকলে তলোয়ারের আঘাতে মারা পড়েছিল।