1 রাহেলা যখন দেখলেন, তিনি ইয়াকুবের জন্য কোন সন্তান জন্ম দিতে পারেন নি, তখন তিনি বোনের প্রতি ঈর্ষান্বিত হয়ে ইয়াকুবকে বললেন, আমাকে সন্তান দাও, নতুবা আমি মরবো।
2 তাতে রাহেলার প্রতি ইয়াকুব ভীষণ রেগে গিয়ে বললেন, আমি কি আল্লাহ্র প্রতিনিধি? তিনিই তোমাকে গর্ভফল দিতে অস্বীকার করেছেন।
3 তখন রাহেলা বললেন, দেখ, আমার বাঁদী বিল্হা আছে, ওর কাছে গমন কর, যেন সে পুত্র প্রসব করে আমার কোলে দেয় এবং তার দ্বারা আমিও পুত্রবতী হই।
4 এই বলে তিনি তাঁর সঙ্গে নিজের বাঁদী বিল্হার বিয়ে দিলেন।
5 তখন ইয়াকুব তার কাছে গমন করলেন, আর বিল্হা গর্ভবতী হয়ে ইয়াকুবের জন্য পুত্র প্রসব করলো।