পয়দায়েশ 30:3-9 BACIB

3 তখন রাহেলা বললেন, দেখ, আমার বাঁদী বিল্‌হা আছে, ওর কাছে গমন কর, যেন সে পুত্র প্রসব করে আমার কোলে দেয় এবং তার দ্বারা আমিও পুত্রবতী হই।

4 এই বলে তিনি তাঁর সঙ্গে নিজের বাঁদী বিল্‌হার বিয়ে দিলেন।

5 তখন ইয়াকুব তার কাছে গমন করলেন, আর বিল্‌হা গর্ভবতী হয়ে ইয়াকুবের জন্য পুত্র প্রসব করলো।

6 তখন রাহেলা বললেন, আল্লাহ্‌ আমার বিচার করলেন এবং আমার মুনাজাত শুনে আমাকে পুত্র দিলেন; অতএব তিনি তার নাম দান (বিচার) রাখলেন।

7 পরে রাহেলার বাঁদী বিল্‌হা পুনর্বার গর্ভধারণ করে ইয়াকুবের জন্য দ্বিতীয় পুত্র প্রসব করলো।

8 তখন রাহেলা বললেন, আমি বোনের সঙ্গে আল্লাহ্‌ সম্বন্ধীয় মল্লযুদ্ধ করে জয়লাভ করলাম; আর তিনি তার নাম নপ্তালি (মল্লযুদ্ধ) রাখলেন।

9 পরে নিজের গর্ভনিবৃত্তি হয়েছে বুঝতে পেরে লেয়া নিজের বাঁদী সিল্পাকে ইয়াকুবের সঙ্গে বিয়ে দিলেন।