পয়দায়েশ 33:14-20 BACIB

14 নিবেদন করি, হে আমার মালিক, আপনি আপনার গোলামের আগে গমন করুন; আর আমি যতক্ষণ সেয়ীরে আমার মালিকের কাছে উপস্থিত না হই, ততক্ষণ আমার অগ্রবর্তী পশুদের এবং এই বালকদের চলবার শক্তি অনুসারে ধীরে ধীরে চালাই।

15 ইস্‌ বললেন, তবে আমার সঙ্গী কতগুলো লোক তোমার কাছে রেখে যাই। তিনি বললেন, তাতেই বা প্রয়োজন কি? আমার মালিকের দৃষ্টিতে আমি অনুগ্রহ পেলেই হল।

16 আর ইস্‌ সেদিন সেয়ীরের পথে ফিরে গেলেন।

17 কিন্তু ইয়াকুব সুক্কোতে গমন করে নিজের জন্য বাড়ি ও পশুদের জন্য কয়েকটি কুটির তৈরি করলেন, এজন্য সেই স্থান সুক্কোৎ (কুটিরগুলো) নামে আখ্যাত আছে।

18 পরে ইয়াকুব পদ্দন্‌-অরাম থেকে এসে সহিসালামতে কেনান দেশের শিখিম নগরে উপস্থিত হলেন এবং নগরের বাইরে তাঁবু স্থাপন করলেন।

19 পরে শিখিমের পিতা হমোরের সন্তানদেরকে রূপার এক শত কসীতা (মুদ্রা) দিয়ে তিনি তাঁর তাঁবু স্থাপনের জন্য ভূমিখণ্ড ক্রয় করলেন।

20 তিনি সেই স্থানে একটি কোরবানগাহ্‌ তৈরি করে তার নাম এল্‌-ইলাহী-ইসরাইল (আল্লাহ্‌, ইসরাইলের আল্লাহ্‌) রাখলেন।