পয়দায়েশ 4:20-26 BACIB

20 আদার গর্ভে যাবল জন্মগ্রহণ করলো, সে তাঁবুবাসী পশুপালকদের আদিপুরুষ ছিল। তার ভাইয়ের নাম যূবল;

21 যারা বীণা ও বাঁশী বাজায় সে তাদের আদিপুরুষ ছিল।

22 আর সিল্লার গর্ভে তূবল-কাবিল জন্মগ্রহণ করলো, সে ব্রোঞ্জের ও লোহার নানা রকম অস্ত্র তৈরি করতো; তূবল-কাবিলের বোনের নাম নয়মা।

23 আর লামাক তার দুই স্ত্রীকে বললো,আদা ও সিল্লা, তোমরা আমার কথা শোন,লামাকের স্ত্রীদ্বয়, আমার কথায় কান দাও;কারণ আমি আঘাতের প্রতিশোধে পুরুষকে,প্রহারের প্রতিশোধে যুবককে হত্যা করেছি।

24 যদি কাবিলের খুনের প্রতিফল সাত গুণ হয়,তবে লামাকের খুনের প্রতিফল সাতাত্তর গুণ হবে।

25 পরে আদম পুনর্বার তাঁর স্ত্রীর সঙ্গে মিলিত হলে পর তিনি পুত্র প্রসব করলেন ও তার নাম শিস রাখলেন। কেননা তিনি বললেন, কাবিল কর্তৃক নিহত হাবিলের পরিবর্তে আল্লাহ্‌ আমাকে আর একটি সন্তান দিলেন।

26 পরে শিসের পুত্র জন্মগ্রহণ করলো, আর তিনি তার নাম আনুশ রাখলেন। সেই সময় লোকেরা মাবুদের নামে এবাদত করতে আরম্ভ করলো।