পয়দায়েশ 49:11-17 BACIB

11 সে আঙ্গুর লতায় নিজের গাধা বাঁধবে,নিজের গাধার বাচ্চা বাঁধবেউত্তম আঙ্গুর লতায়;সে আঙ্গুর-রসে নিজের পরিচ্ছদ কেচেছে,আঙ্গুরের রক্তে নিজের কাপড় কেচেছে।

12 তার চোখ আঙ্গুর-রসের চেয়ে লাল,তার দাঁত দুধের চেয়ে সাদা।  

13 সবূলূন সমুদ্রতীরে বাস করবে,তা পোতাশ্রয়ের তীর হবে,সিডন পর্যন্ত তার সীমা হবে।  

14 ইষাখর বলবান গাধা,সে খোঁয়াড়ের মধ্যে শয়ন করে।

15 সে দেখলো, বিশ্রামস্থান উত্তম,দেখল, এই দেশ রমণীয়,তাই ভার বইতে কাঁধ পেতে দিল,আর করাধীন গোলাম হল।  

16 দান তার লোকবৃন্দের বিচার করবে,ইসরাইলের এক বংশের মত।

17 দান পথে অবস্থিত সাপ,সে পথের মধ্যে অবস্থিত ফণী,যে ঘোড়ার পায়ে দংশন করে,আর ঘোড়সওয়ার ব্যক্তি উল্টেপিছনে পড়ে যায়।