হিজরত 15:12-18 BACIB

12 তুমি তোমার ডান হাত বাড়িয়ে দিলে,দুনিয়া ওদেরকে গ্রাস করলো।

13 তুমি যে লোকদের মুক্ত করেছ,তাদের তোমার অটল মহব্বত চালাচ্ছো,তুমি তোমার পরাক্রমে তাদেরতোমার পবিত্র নিবাসে নিয়ে যাচ্ছ।

14 সমস্ত জাতি এসব শুনলো,ভীষণ ভয়ে কাঁপতে লাগল,ফিলিস্তিন-নিবাসীরা আতঙ্কগ্রস্তহয়ে পড়লো।

15 তখন ইদোমের দলপতিরাভয়ে দিশেহারা হল;মোয়াবের নেতৃবর্গ কাঁপতে লাগল;কেনান-নিবাসী সকলে গলে গেল।

16 ত্রাস ও আশংকা তাদের উপরে পড়ছে;তোমার বাহুবলে তারা পাথরের মতস্তব্ধ হয়ে আছে;যাবৎ, হে মাবুদ, তোমার লোকেরাউত্তীর্ণ না হয়,যাবৎ তোমার ক্রয় করা লোকেরাউত্তীর্ণ না হয়।

17 তুমি তাদেরকে নিয়ে যাবে,তোমার অধিকার-পর্বতে রোপণ করবে,হে মাবুদ, সেখানে তুমি তোমারপবিত্র স্থান প্রস্তুত করেছ;হে মাবুদ, সেখানে তোমার হাতপবিত্র স্থান স্থাপন করেছে।

18 মাবুদ যুগে যুগে অনন্তকালরাজত্ব করবেন।