1 পরে মূসা বনি-ইসরাইলদের সমস্ত দলকে একত্র করে তাদেরকে বললেন, মাবুদ তোমাদের এসব কালাম পালন করতে হুকুম দিয়েছেন।
2 ছয় দিন কাজ করা যাবে কিন্তু সপ্তম দিন তোমাদের পক্ষে পবিত্র দিন হবে; তা মাবুদের উদ্দেশে বিশ্রাম করার বিশ্রামবার হবে। যে কেউ সেই দিনে কাজ করবে, তার প্রাণদণ্ড হবে।
3 তোমরা বিশ্রামবারে তোমাদের কোন বাসস্থানে আগুন জ্বালিও না।
4 আর মূসা বনি-ইসরাইলদের সমস্ত দলকে বললেন, মাবুদ এই হুকুম দিয়েছেন;
5 তোমরা তোমাদের কাছ থেকে মাবুদের জন্য উপহার নাও। যার যেমন ইচ্ছা হয়, সেইমত সে মাবুদের জন্য উপহারস্বরূপ এসব দ্রব্য আনবে—
6 সোনা, রূপা ও ব্রোঞ্জ এবং নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতা ও ছাগলের লোম,
7 এবং পরিশোধিত ভেড়ার চামড়া ও শুশুকের চামড়া, শিটীম কাঠ,
8 এবং প্রদীপের জন্য তেল, আর অভিষেকের জন্য তেলের ও সুগন্ধি ধূপের জন্য গন্ধদ্রব্য,
9 এবং এফোদের ও বুক-পাটার জন্য গোমেদ ও অন্যান্য খচিত হবার মণি।
10 তোমাদের প্রত্যেক দক্ষ লোক এসে মাবুদের নির্দেশিত সমস্ত বস্তু তৈরি করুক;
11 শরীয়ত-তাঁবু, শরীয়ত-তাঁবুর তাঁবু, ছাদ, ঘুণ্টী, তক্তা, অর্গল, স্তম্ভ ও চুঙ্গি,
12 সিন্দুক ও তার বহন-দণ্ড, গুনাহ্ আবরণ ও ব্যবধানের পর্দা,
13 টেবিল, তার বহন-দণ্ড ও সমস্ত পাত্র, দর্শন-রুটি,
14 এবং আলোর জন্য প্রদীপ-আসন ও তার সমস্ত পাত্র, প্রদীপ ও প্রদীপের জন্য তেল,
15 এবং ধূপের কোরবানগাহ্ ও তার বহন-দণ্ড এবং অভিষেকের জন্য তেল ও সুগন্ধি ধূপ, শরীয়ত-তাঁবুর প্রবেশ-দ্বারের পর্দা,
16 পোড়ানো-কোরবানীর কোরবানগাহ্, তার ব্রোঞ্জের জাল, বহনদণ্ড ও সমস্ত পাত্র এবং ধোবার পাত্র ও তার গামলা,
17 প্রাঙ্গণের পর্দা, তার স্তম্ভ ও চুঙ্গি এবং প্রাঙ্গণের দরজার পর্দা,
18 এবং শরীয়ত-তাঁবুর গোঁজ, প্রাঙ্গণের গোঁজ ও উভয়ের দড়ি,
19 এবং পবিত্র স্থানে পরিচর্যা করার জন্য সূক্ষ্ম কাজ-করা পোশাক, অর্থাৎ ইমাম হারুনের জন্য পবিত্র পোশাক ও ইমামের কাজ করার জন্য তার পুত্রদের পোশাক।
20 পরে বনি-ইসরাইলদের সমস্ত দল মূসার সম্মুখ থেকে প্রস্থান করলো।
21 আর যাদের অন্তরে প্রবৃত্তি ও মনে ইচ্ছা হল, তারা সকলে জমায়েত-তাঁবু নির্মাণের জন্য এবং তৎসম্বন্ধীয় সমস্ত কাজের ও পবিত্র পোশাকের জন্য মাবুদের উদ্দেশে উপহার আনলো।
22 পুরুষ ও স্ত্রী যত লোক ইচ্ছুক হল, তারা সকলে এসে বলয়, কুণ্ডল, আংটি ও হার, সোনার নানা রকম অলংকার আনলো। যে মাবুদের উদ্দেশে সোনার উপহার আনতে চাইল, সে আনলো।
23 আর যাদের কাছে নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতা, ছাগলের লোম, পরিশোধিত ভেড়ার চামড়া ও শুশুকের চামড়া ছিল, তারা প্রত্যেকে তা আনলো।
24 যে রূপা ও ব্রোঞ্জের উপহার উপস্থিত করলো, সে মাবুদের উদ্দেশে সেই উপহার আনলো এবং কাজে ব্যবহার করার জন্য যার কাছে শিটীম কাঠ ছিল, সে তা নিয়ে আসল।
25 আর দক্ষ স্ত্রীলোকেরা নিজ নিজ হাতে সুতা কেটে, তাদের কাটা নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতা আনলো।
26 যে সমস্ত স্ত্রীলোক তাদের দক্ষতা ব্যবহারে অনুপ্রাণিত হল তারা সকলে ছাগলের লোমের সুতা কাটলো।
27 নেতৃবর্গ এফোদের ও বুকপাটার জন্য গোমেদ ও অন্যান্য খচিত হবার মণি,
28 এবং প্রদীপের, অভিষেকের তেলের ও সুগন্ধি ধূপের জন্য গন্ধদ্রব্য ও তেল আনলেন।
29 বনি-ইসরাইল ইচ্ছাপূর্বক মাবুদের উদ্দেশে উপহার আনলো, মাবুদ মূসার মধ্য দিয়ে যা যা করতে হুকুম করেছিলেন, তার কোন কাজ করার জন্য যে পুরুষ ও স্ত্রীলোকদের অন্তরে ইচ্ছা হল তারা প্রত্যেকে উপহার আনলো।
30 পরে মূসা বনি-ইসরাইলদেরকে বললেন, দেখ, মাবুদ এহুদা-বংশীয় হূরের পৌত্র ঊরির পুত্র বৎসলেলের নাম ধরে ডাকলেন;
31 তিনি তাঁকে আল্লাহ্র রূহে— জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায় ও সমস্ত রকম শিল্প-কৌশলে পরিপূর্ণ করলেন,
32 যাতে তিনি কৌশলের কাজ কল্পনা করতে, সোনা, রূপা ও ব্রোঞ্জের কাজ করতে,
33 খচিত হবার মণি কাটতে, কাঠ খোদাই করতে ও সমস্ত রকম কৌশলযুক্ত শিল্পকর্ম করতে পারেন।
34 আর এই সমস্ত কাজ শিক্ষা দিতে তাঁর ও দান-বংশীয় অহীষামকের পুত্র অহলীয়াবের অন্তরে প্রবৃত্তি দিলেন।
35 তিনি খোদাই ও শিল্পকর্ম করতে এবং নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতা দিয়ে সূচিকর্ম করতে ও তাঁতের কাজ করতে, অর্থাৎ যাবতীয় শিল্পকর্ম ও চিত্রকর্ম করতে তাঁদের অন্তর বিজ্ঞতায় পরিপূর্ণ করলেন।