হিজরত 15:17-23 BACIB

17 তুমি তাদেরকে নিয়ে যাবে,তোমার অধিকার-পর্বতে রোপণ করবে,হে মাবুদ, সেখানে তুমি তোমারপবিত্র স্থান প্রস্তুত করেছ;হে মাবুদ, সেখানে তোমার হাতপবিত্র স্থান স্থাপন করেছে।

18 মাবুদ যুগে যুগে অনন্তকালরাজত্ব করবেন।

19 কেননা ফেরাউনের ঘোড়াগুলো তাঁর সমস্ত রথ ও ঘোড়সওয়ারেরা সহ সমুদ্রের মধ্যে প্রবেশ করলো, আর মাবুদ সমুদ্রের পানি তাদের উপরে ফিরিয়ে আনলেন; কিন্তু বনি-ইসরাইলেরা শুকনো পথে সমুদ্রের মধ্য দিয়ে গমন করলো।

20 পরে হারুনের বোন মহিলা-নবী মরিয়ম হাতে তম্বুরা নিলেন এবং তাঁর পিছনে পিছনে অন্য স্ত্রীলোকেরা সকলে তম্বুরা নিয়ে নৃত্য করতে করতে বের হল।

21 তখন মরিয়ম লোকদের কাছে গাইলেন,তোমরা মাবুদের উদ্দেশে গান কর;কেননা তিনি মহামহিমান্বিত হলেন;তিনি ঘোড়া ও ঘোড়সওয়ারকেসমুদ্রে নিক্ষেপ করলেন।  

22 আর মূসা ইসরাইলকে লোহিত সাগর থেকে এগিয়ে যেতে বললেন, তাতে তারা শূর মরুভূমিতে গমন করলো। আর তারা তিন দিন মরুভূমিতে যেতে যেতে পানি পেল না।

23 পরে তারা মারাতে উপস্থিত হল কিন্তু মারার পানি পান করতে পারল না, কারণ সেই পানি তিক্ত ছিল। এজন্য তার নাম মারা (তিক্ত) রাখা হল।