হিজরত 15:9-15 BACIB

9 দুশমন বলেছিল, আমি তাদের পিছনেতাড়া করবো,ওদের সঙ্গ ধরে,লুণ্ঠিত বস্তু ভাগ করে নেব;ওদের মধ্যে আমার অভিলাষ পূর্ণ হবে;আমি তলোয়ার উন্মুক্ত করবো,আমার হাত ওদের বিনাশ করবে।

10 তুমি নিজের বায়ু দ্বারা ফুঁ দিলে,সমুদ্র তাদেরকে আচ্ছাদন করলো;তারা প্রবল পানিতে সীসার মততলিয়ে গেল।  

11 হে মাবুদ, দেবতাদের মধ্যেকে তোমার মত?কে তোমার মত পবিত্রতায় আদরণীয়,প্রশংসায় বিস্ময়কর, আশ্চর্য ক্রিয়াকারী?

12 তুমি তোমার ডান হাত বাড়িয়ে দিলে,দুনিয়া ওদেরকে গ্রাস করলো।

13 তুমি যে লোকদের মুক্ত করেছ,তাদের তোমার অটল মহব্বত চালাচ্ছো,তুমি তোমার পরাক্রমে তাদেরতোমার পবিত্র নিবাসে নিয়ে যাচ্ছ।

14 সমস্ত জাতি এসব শুনলো,ভীষণ ভয়ে কাঁপতে লাগল,ফিলিস্তিন-নিবাসীরা আতঙ্কগ্রস্তহয়ে পড়লো।

15 তখন ইদোমের দলপতিরাভয়ে দিশেহারা হল;মোয়াবের নেতৃবর্গ কাঁপতে লাগল;কেনান-নিবাসী সকলে গলে গেল।