হিজরত 26:13-19 BACIB

13 আর তাঁবুর পর্দার দৈর্ঘ্যের যে অংশ এপাশে এক হাত, ওপাশে এক হাত অতিরিক্ত থাকবে, তা আচ্ছাদনের জন্য শরীয়ত-তাঁবুর উপরে এপাশে ওপাশে ঝুলে থাকবে।

14 পরে তুমি তাঁবুর জন্য পরিশোধিত ভেড়ার চামড়ার একটি ছাদ প্রস্তুত করবে, আবার তার উপরে শুশুকের চামড়ার একটি ছাদ প্রস্তুত করবে।

15 পরে তুমি শরীয়ত-তাঁবুর জন্য শিটীম কাঠের দাঁড় করানো তক্তা প্রস্তুত করবে।

16 প্রত্যেক তক্তা লম্বায় দশ হাত ও চওড়ায় দেড় হাত হবে।

17 প্রত্যেক তক্তার পরসপর সংযুক্ত দু’টা করে পায়া থাকবে; এভাবে শরীয়ত-তাঁবুর সমস্ত তক্তা প্রস্তুত করবে।

18 শরীয়ত-তাঁবুর জন্য তক্তা প্রস্তুত করবে, দক্ষিণ দিকে দক্ষিণ পাশের জন্য বিশটি তক্তা।

19 সেই বিশটি তক্তার নিচে চল্লিশটি রূপার চুঙ্গি গড়ে দেবে; একটি তক্তার নিচে তার দুই পায়ার জন্য দু’টি চুঙ্গি এবং অন্য অন্য তক্তার নিচেও তাদের দু’টা করে পায়ার জন্য দু’টা করে চুঙ্গি হবে।