হিজরত 26:21-27 BACIB

21 আর সেগুলোর জন্য রূপার চল্লিশটি চুঙ্গি একটি তক্তার নিচে দু’টি চুঙ্গি ও অন্যান্য তক্তার নিচেও দু’টা করে চুঙ্গি হবে।

22 শরীয়ত-তাঁবুর পশ্চিম দিকের পিছনের ভাগের জন্য ছয়খানি তক্তা করবে।

23 আর শরীয়ত-তাঁবুর সেই পিছন দিকের দুই কোণের জন্য দু’খানি তক্তা করবে।

24 সেই দু’টি তক্তার নিচে জোড় হবে এবং সেভাবে মাথাতেও প্রথম কড়ার কাছে জোড় হবে; এরকম দু’টিতেই হবে; তা দুই কোণের জন্য হবে।

25 তক্তা আটখানা হবে ও সেগুলোর রূপার চুঙ্গি ষোলটি হবে; একটি তক্তার নিচে দু’টি চুঙ্গি ও অন্য তক্তার নিচে দু’টি চুঙ্গি থাকবে।

26 আর তুমি শিটীম কাঠের অর্গল প্রস্তুত করবে,

27 শরীয়ত-তাঁবুর এক পাশের তক্তাতে পাঁচটি অর্গল ও অন্য পাশের তক্তাতে পাঁচটি অর্গল এবং শরীয়ত-তাঁবুর পশ্চিম দিকের পিছন ভাগের তক্তাতে পাঁচটি অর্গল দেবে।