হিজরত 30:25-31 BACIB

25 এ সমস্ত কিছু দ্বারা তুমি অভিষেকের পবিত্র তেল সুগন্ধি-প্রস্তুতকারীর প্রক্রিয়া মতে প্রস্তুত করবে, তা অভিষেকের জন্য পবিত্র তেল হবে।

26 আর তা দিয়ে তুমি জমায়েত-তাঁবু, শরীয়ত-সিন্দুক,

27 টেবিল ও তার সমস্ত পাত্র, প্রদীপ-আসন ও তার সমস্ত পাত্র, ধূপগাহ্‌,

28 পোড়ানো-কোরবানীর কোরবানগাহ্‌ ও তার সমস্ত পাত্র এবং ধোবার পাত্র ও তার আসন অভিষেক করবে।

29 আর এসব বস্তু পবিত্র করবে, তাতে তা অতি পবিত্র হবে; যে কেউ তা সপর্শ করে, তার পবিত্র হওয়া চাই।

30 আর তুমি হারুন ও তার পুত্রদেরকে আমার ইমামের কাজ করার জন্য অভিষেক করে পবিত্র করবে।

31 আর বনি-ইসরাইলকে বলবে, তোমাদের পুরুষানুক্রমে আমার জন্য তা পবিত্র অভিষেকের তেল হবে।