হিজরত 34:3-9 BACIB

3 কিন্তু তোমার সঙ্গে অন্য কোন মানুষ উপরে না আসুক এবং এই পর্বতের কোথাও কোন মানুষ দেখা না যাক, আর গোমেষাদির পালও এই পর্বতের সম্মুখে না চরুক।

4 পরে মূসা প্রথম পাথরের মত দু’টি পাথরের ফলক খোদাই করলেন এবং মাবুদের হুকুম অনুসারে খুব ভোরে উঠে তুর পর্বতের উপরে গেলেন ও সেই দু’টি পাথরের ফলক হাতে করে নিলেন।

5 তখন মাবুদ মেঘে নেমে সেই স্থানে তাঁর সামনে দণ্ডায়মান হয়ে মাবুদের নাম ঘোষণা করলেন।

6 ফলত মাবুদ তাঁর সম্মুখ দিয়ে গমন করে ঘোষণা করলেন,‘মাবুদ, মাবুদ,স্নেহশীল ও কৃপাময় আল্লাহ্‌,ক্রোধ ধীর এবং অটল মহব্বতেও বিশ্বস্ততায় মহান;

7 হাজার হাজার পুরুষ পর্যন্ত অটলমহব্বত রক্ষাকারী।অপরাধের, অধর্মের ও গুনাহ্‌র ক্ষমাকারী;তবুও তিনি অবশ্য গুনাহ্‌র দণ্ড দেন;পুত্র পৌত্রদের উপরে, তৃতীয়ও চতুর্থ পুরুষ পর্যন্ত,তিনি পিতৃগণের অপরাধেরপ্রতিফল বর্তান।’

8 মূসা তখনই ভূমিতে উবুড় হয়ে সেজ্‌দা করলেন,

9 আর বললেন, হে মালিক, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ লাভ করে থাকি তবে আরজ করি, মালিক, আমাদের মধ্যবর্তী হয়ে গমন কর, কারণ এরা একগুঁয়ে জাতি। তুমি আমাদের অপরাধ ও গুনাহ্‌ মাফ করে তোমার অধিকারের জন্য আমাদেরকে গ্রহণ কর।